13-10-16-p
আব্দুল আজিজ কমান্ডার,ষ্টাফ রিপোর্টার এশিয়ান বাংলা নিউজঃ
‘দূর্যোগ ঝুঁকি কমাতে হলে কৌশলসমুহ বলতে হবে’ এ প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ওই একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াছিন।
উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ জিয়া লতিফুল, কৃষি কর্মকতা আখতারুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকতা ডাঃ নির্মলেন্দু রায় ,উপজেলা পশু সম্পদ কর্মকর্তা এটিএম হাবিবুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *