রবিউল আলম লিটন,ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সাতটি ইউনিয়নে বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশে সম্পূর্ণ সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সমপন্ন হয়েছে। উক্ত নির্বাচনে সাতটি ইউপিতে নৌকা ২ টি, লাঙ্গল ৩ টি, হাত পাখা ১টি ও স্বতন্ত্র প্রার্থী ১ টিতে জয়লাভ করে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে

হাত পাখা প্রতীকে ২ হাজার ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মানিক উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ১২৭ ভোট।

তিলাই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ৫ হাজার ৩৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কামরুজ্জামান। তার নিকটত প্রতিদ্বন্দ্বী ফরিদুল হক শাহিন শিকদার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৫৪ ভোট।

বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ৬ হাজার ৬৭৪ বিজয়ী হয়েছেন মাইনুল ইসলাম লিটন। তার নিকটত প্রতিদ্বন্দ্বী শাহজাহান আলী মোল্লা লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২২৫ ভোট।

আন্ধারিঝাড় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে লাঙ্গল প্রতীকে ৫ হাজার ৬৫৩ ভোট পেয়ে

বিজয়ী হয়েছেন জাবেদ আলী মন্ডল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফজলুল হক নৌকা প্রতীকে পেয়েছেন ৩হাজার ৭৬৭ ভোট।

জয়মনির হাট ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল ওয়াদুদ। স্বতন্ত্র তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম রব্বানী তালুকদার আনারস মার্কায় পেয়েছেন ২ হাজার ৫৭১ ভোট।

বলদিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে লাঙ্গল প্রতীকে ৬ হাজার ৪৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোজাম্মেল হক বেপারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোখলেছুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাডার ৭৩৫ ভোট।

পাইকের ছড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে লাঙ্গল প্রতীকে ৬ হাজার ৭২২ ভোট পেয়ে

বিজয়ী হয়েছেন আব্দুর রাজ্জাক। তার

নিকটত প্রতিদ্বন্দ্বি ফারুক হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৫২ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *