ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন ও যুব আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখা যৌথভাবে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সোমবার (১২ জুন) বাদ আছর ভূরুঙ্গামারী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামতলা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, ইসলামী যুব আন্দোলন এর সভাপতি মাওলানা মনিরুজ্জামান, সহ-সভাপতি এসএম নুরুন্নবী, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন ও ওলামা মাশায়েখ আইয়্যামা পরিষদের উপজেলা পরিষদের সভাপতি মুফতি জিয়াউল হক প্রমুখ।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।