ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভুরুঙ্গামারীতে ইয়াবা সহ আমিনুর(৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত্রিতে উপজেলার সোনাহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে ১০ পিছ ইয়াবা সহ তাকে আটক করা হয়। আমিনুর উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের আলিমুদ্দিনের পুত্র। উল্লেখ্য উক্ত আমিনুরের বিরুদ্ধে সোনাহাট স্থলবন্দরে বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি ও সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে জোরপুর্বক জমি দখল সহ বিভিন্ন অপরাধমুলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পরে তার বিরুদ্ধে পুলিশবাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশ মামলা করে তাকে জেলহাজতে প্রেরণ করেছে । মামলা নং ১৯ তারিখ-১৯.৭.২০১৭।