ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সারা দেশের ন্যায় ৩দিন ব্যাপি উপজেলা চত্বরে উন্নয়ন মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন। এউপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরত্ব পূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। পরে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন ২৫ কুড়িগ্রাম-১ এর জাতীয় সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান। এসময় উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী সহ অন্যান্য অফিসার , প্রতিষ্ঠান প্রধান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যথাক্রমে জাতীয় সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, এএসপি শওকত আলী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহেল বাকী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু সায়েম, ওসি ইমতিয়াজ কবির ও উপজেলা জাপা সভাপতি অধ্যক্ষ আব্দুল আজিজ প্রমুখ। পরে অতিথিরা মেলায় অংশ নেয়া ৪০টি বিভিন্ন স্থল পরিদর্শন করেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারী ও বিশিষ্ট ঠিকাদার ওয়াহেদুজ্জামান সরকার।