ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল আনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকতা-কর্মচারি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, মাদ্রাসার শিক্ষার্থী, সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভূরুঙ্গামারী কোর্ট মসজিদের ইমাম হাফেজ মোঃ নুরুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী, ওসি ইমতিয়াজ কবির, আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সিরাজ ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা প্রমুখ।