ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শীতার্তদের কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে এলজিইডির বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে দুইশত দুস্থদের এই কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান, কুড়িগ্রাম এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সানজিদ আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।