ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশের উদ্দেশ্যে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফ্রেরুয়ারী) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর হামিদা খানম উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
ভূরুঙ্গামারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন টুর্নামেন্টের উদ্বোধন করেন। তিলাই ইউনিয়ন যুব কল্যাণ সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল ও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির (এমজেএসকেএস) চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের সহযোগিতায় এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।
টুর্নামেন্টের আয়োজকরা জানিয়েছেন উদ্বোধনী খেলায় দক্ষিণ ছাট গোপালপুর হামিদা খানম উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশের মুখোমুখি হয় দক্ষিণ ছাট গোপালপুর কিশোরী ফুটবল একাদশ। টুর্নামেন্টের অন্য খেলাগুলো দক্ষিণ ছাট গোপালপুর হামিদা খানম উচ্চ বিদ্যালয় ও তিলাই উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
এসময় অন্যান্যের মধ্যে তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, দক্ষিণ ছাট গোপালপুর হামিদা খানম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গফুর, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন, এমজেএসকেএস সিএনবি প্রজেক্টের ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম ও তিলাই ইউনিয়ন যুব কল্যাণ সংস্থার সভাপতি আরিফুল ইসলাম আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।