ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ঃ
ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার মেধাবী ও দরিদ্র ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে। ছাত্রীদের স্মার্ট ,দক্ষ, সাইকেল চালনায় আগ্রহী ও বাল্য বিয়ে নিরুৎসাহিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভিন। পরে জেলা প্রশাসক উপজেলা বিভিন্ন বিদ্যালয় ও মাদরাসার ৬জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল প্রদান করে সাইকেল বিতরণের শুভ উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পর্যায় ক্রমে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন দরিদ্র ও মেধাবী ছাত্রীকে বাইসাইকেল বিতরণ করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন। সাইকেল প্রাপ্তরা হলেন, নবম শ্রেণীর ছাত্রী রোকেয়া আক্তার, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী সুইটি খাতুন, ৮ম শ্রেণীর ছাত্রী আশামনি, মাদরাসা ছাত্রী মাহমুদা আক্তার (৮ম), ৪র্থ ও ৩য় শ্রেণীর ছাত্রী শিল্পী খাতুন ও ফারজানা খাতুন। তারা সবাই সাইকেল চালাতে পারে। সাইকেল পেয়ে তারা সবাই খুশি। বিনামূল্যে সাইকেল দেবার জন্য তারা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।