ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ভূরুঙ্গামারী শিল্পকলা একাডেমি মঞ্চে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ‘উই আর ভূরুঙ্গামারী’স পিপুল’ এই তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে।
কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা মোট ৬৫ জন প্রতিযোগি অংশ গ্রহণ করেন। প্রতিযোগিদের বয়সের ভিত্তিতে দুটি গ্রুপে বিভক্ত করা হয়। ‘ক’ গ্রুপের প্রতিযোগিদের বয়স ছিল ১৫ বছরের কম এবং ‘খ’ গ্রুপের প্রতিযোগিদের বয়স ছিল ১৫ বছরের উর্ধ্বে।
‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেন মো. ইমরান খান, দ্বিতীয় স্থান অর্জন করে আব্দুল মমিন ও তৃতীয় স্থান অর্জন করেন শেখ সাদী আহম্মেম সিয়াম।
‘খ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেন আব্দুর রাজ্জাক রাফি, দ্বিতীয় স্থান অর্জন করে আব্দুর রহমান ও তৃতীয় স্থান অর্জন করেন গোলাম রব্বানী মিলন।
কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী মাওলানা মো. ইউনুস মাহমুদ, হাফেজ ক্বারী মাওলানা মো. আতিকুল ইসলাম ও হাফেজ ক্বারী মাওলানা মো. আইয়ুব আলী।
কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী। সভাপতিত্ব করেন ইউএনও দীপক কুমার দেব শর্মা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনও প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকল প্রতিযোগিকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
অন্যদের মধ্যে বাউশমারী ফাযিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, ভূরুঙ্গামারী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার রকীব আহমেদ জুয়েল, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন ও ভূরুঙ্গামারী শিল্পকলা একাডেমির সদস্য প্রভাষক মাইদুল ইসলাম মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।