ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভূরুঙ্গামারীতে এক ব্যক্তির গলা কেটে হত্যা করে তার অটো রিক্সা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার আন্ধারীঝাড় ইউনিনের বীর-ধাউরারকুটি গ্রামে। সোমবার দিবাগত রাতে (০৭ জানুয়ারী) কে বা কারা খামার আন্ধারীঝাড় গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে আব্দুল মজিদ ওরফে মজু পাগলা (৫০) কে গলা কেটে হত্যা করে বড়ই তলা ব্রিজের নিচে পানিতে ফেলে নতুন অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যায়। উল্লেখ্য মজু পেশায় একজন রিক্সা চালক, সে গত পাঁচ দিন আগে নতুন রিক্সা ক্রয় করেছিল। মঙ্গলবার সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ওসি ইমতিয়াজ কবীর জানান, রিক্সা ছিনতাইয়ের উদ্দ্যেশেই গলা কেটে হত্যাকান্ডটি ঘটানো হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তিনি বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং লাশটি ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।