ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলা কেটে এক যুবককে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পরশুরামেরকুটির ঢাকাইয়া পাড়া গ্রামে এই নৃশংস হত্যা কান্ডের ঘটনা ঘটে। হত্যাকাÐের শিকার যুবকের নাম জাহাঙ্গীর আলম(২৫)। সে মোজাম্মেল হকের পুত্র।
এলাকাবাসী জানায়, জাহাঙ্গীর তার হাফ বিল্ডিং শোবার ঘরে স্ত্রী সহ ঘুমাচ্ছিলো। কে বা কারা তাকে ঘরের ভিতরে গলা কেটে হত্যা করে। ভোর রাতে দিকে স্ত্রীর চিৎকারে ঘটনাটি জানাজানি হয়। এসময় বাড়ির অন্য ঘরের সকল দরজা বাহির থেকে বন্ধ ছিলো।
কচাকাটা থানার ওসি মামুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান নিহতের পিতা মোজাম্মেল হক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। তদন্ত চলছে ।