বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী হানিফ পরিবহনের চালক ও সুপারভাইজারকে ১০ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ জানুয়ারি) রাত সোয়া ৯ টার দিকে উপজেলার জয়মনিরহাট বাজার থেকে তাদেরকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আকবর আলীর ছেলে বাস চালক দেলোয়ার হোসেন (৩২)। অপরজন বাসের সুপার ভাইজার রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাপদি গ্রামের হযরত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৪)।আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পুর্বক কুড়িগ্রাম বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন।