ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে চালককে হত্যা করে তার অটো রিক্সা ছিনতাইয়ের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। পরে পুলিশ তার স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাইকৃত রিক্সাটি উদ্ধার করেছে পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলার ব্যাপারীর হাট থেকে। আটককৃত ব্যক্তির নাম মিজানুর রহমান। সে চর ধাউরারকুটি গ্রামের মৃত আলাউদ্দিনের পুত্র। উল্লেখ্য,সোমবার দিবাগত রাতে (০৭ জানুয়ারী) কে বা কারা খামার আন্ধারীঝাড় গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে আব্দুল মজিদ ওরফে মজু পাগলা (৫০) কে গলা কেটে হত্যা করে বড়ই তলা ব্রিজের নিচে পানিতে ফেলে নতুন অটো রিক্সাটি ছিনতাই করে। পরে গোপনসুত্রে খবর পেয়ে শুক্রবার(১১ জানুয়ারী) রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযান চালিয়ে মিজানুরকে আটক করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী অটো রিক্সাটি উদ্ধার করে। ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং এর সাথে কারা জড়িত রয়েছে তাদের আটকের চেষ্টা চলছে।