ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় ইউনিয়নের এক ইউপি সদস্যকে পেটানোর প্রতিবাদে মানববন্ধন করেছে ওই ইউনিয়নের জনসাধারন। রবিবার দুপুরে আন্ধারীঝাড় বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এলাকার মুক্তিযোদ্ধা, শিক্ষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।
জানা গেছে, গত শনিবার অত্র ইউনিয়নের ভিজিডি সুবিধা ভোগীদের নির্ধারিত পরিমানের চেয়ে কম চাল দেয়ায় প্রতিবাদ করেন ওই ইউপির ১নং ওয়ার্ড সদস্য আক্তার হোসেন। প্রতিবাদ করায় চেয়ারম্যান রাজু আহাম্মেদ খোকন ও তার সহযোগীরা ইউপি সদস্য আক্তার হোসেনকে মারধর করে। এতে ওই ইউপি সদস্য গুরুত্বর আহত হয়। শনিবার রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার জানান, বিষয়টি শুনেছি , সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান রাজু আহাম্মেদ বলেন, আমার সাথে দুর্ব্যবহার করায় ভিজিডি সুবিধা ভোগীরা তাকে লাঞ্ছিত করেছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির জানান, অভিযোগ পেয়েছি, মামলার প্রস্তুতি চলছে।