ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতির জনক শেখ মজিবুর রহমানের জন্ম দিন ও জাতিয় শিশু দিবস পালিত হয়েছে।উপজেলা চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে ম্যুরালে পুস্পস্তবক অর্পণ শুভ সুচনা করা হয়।
ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ সকালে উপজেলা চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে ম্যুরালে পুষ্পমাল্য প্রদান,পুস্পস্তবক অর্পণ ও কেক কেটে শুভ জন্ম দিন পালন করা হয়।
এ ছাড়া এ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ভাষণ,উপস্থিত বক্তৃতার ও সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্ত্রী মেলার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা এ মেলার উদ্বোধন করেন।এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী,উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহজাহান সিরাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা পারভীন মিরা, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।