ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দু’দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। পরে উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ ।