ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
‘মুজিব বর্ষের সফলতা,দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি উপজেলা পরষদ চত্বর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল,মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহম্মেদ, কাওসার আলী ডিজিএম পল্লী বিদ্যুৎ জোনাল অফিস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম,বিভিন্ন এনজিও প্রতিনিধি ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।