ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ভূরুঙ্গামারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা,উপজেলা কৃষি কর্মকর্তা আসাদিুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুকুল চন্দ্র বর্মন,উপজেলা ভাইস চেয়ারম্যান সাহানারা বেগম মিরা। আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক,মসজিদের ইমাম ,শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন। আগামী ৪অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত উপজেলায় মোট ২৪০টি কেন্দ্রে ৬ থেকে১১ মাস বয়সী ৪ হাজার শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী২৭হাজার ৫শ জন শিশুকে একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপ্সুল খাওয়ানো হবে।