ষ্টাফ রিপোর্টার-ভূরুঙ্গামারীঃ
ভূরুঙ্গামারীতে জীন মনে করে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে আহত করেছে গৃহবধু। ঘটনাটি ঘটেছে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের চর বলদিয়া গ্রামে । জানাগেছে ঐ গ্রামের আজাহার আলীর স্ত্রী মোছাঃ চায়না বেগম(৩০) বিয়ের পর পীরের নিকট মুরিদ হয়ে নিয়মিত হালকা জিকির করত। থানা হেফাজতে থাকা চায়না বেগম নিজেকে রাসুলের খেলাফত প্রাপ্ত মহিলা অলি দাবী করে জানান,হালকা জিকির করার সময় তার উপর জীন হাজির হত। কিছুদিন থেকে ঐ জীন তার স্বামীর অনুপস্থিতিতে স্বপ্নে যৌন হয়রানী করে আসায় সে জীনের উপর ক্ষিপ্ত ছিল। এদিকে গত কাল বুধবার রাত সাড়ে দশটার সময় আবারও চায়না বেগমের উপর জীন হাজির হলে প্রতিবেশী মৃত দুলাল হোসেন মন্ডলের পুত্র পল্লী চিকিসক মনজুরুল হক (২৭) রোগী দেখে যাওয়ার পথে হট্টগোল শুনে বিষয়টি জানার জন্য ঐ বাড়িতে গেলে জীন মনে করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার এক পর্যায়ে হাতের কাছে থাকা ধারালো বেকি দিয়ে তাকে কুপিয়ে আহত করে। মনজুরুলের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদিকে চায়না বেগমকে আটক করে ভূরুঙ্গামারী থানায় খবর দিলে পুলিশ তাকে আলামত সহ আটক করে থানায় এনে উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মানসিক রোগী বলে সনাক্ত করে। ভুরুঙ্গামারী থানার এসআই ওসমান গণী ঘটনার সত্যতা স্বীকার করে জানান,মানসিক রোগী হওয়ার কারনে ইউপি চেয়ারম্যান ডাঃ শাহজাহান আলী মোল্লাহ উভয় পক্ষের লোকজনের সঙ্গে আলোচনা করে বিষয়টি গ্রাম্যভাবে নিস্পত্তি করবেন বলে তার জিম্মায় নিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *