ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় মাদকদ্রব্য উদ্ধার,জুয়ার বিরুদ্ধে অভিযান এবং গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে শুক্রবার দিবাগত (৭ এপ্রিল) রাত ১২ টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন দক্ষিণ ভরতেরছড়া গ্রামের মৃত আবেদ আলী ব্যাপারীর পুত্র আনিছুর রহমান (৩০), এর বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, ৬ টি মোবাইল সেট ও নগদ অর্থ ২৮,০৩০ টাকাসহ ১১ জুয়াড়ীকে হাতে নাতে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
আটককৃতরা জুয়াড়ীরা হচ্ছেন নাগেশ্বরী উপজেলার চরলুছনী গ্রামের মৃত আকবর আলীর পুত্র খয়বর আলী (৪০), মৃত আবেদ আলীর পুত্র ফজলু মিয়া (৩৫),ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ ভরতেরছড়া গ্রামের মৃত রোস্তম আলীর পুত্র এরশাদুল হক(৫০),গনাইরকুটি গ্রামের মৃত আনছার আলী মোল্লাহর পুত্র মোঃ জাক্কুমোল্লাহ(৪০),ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার খয়বর মোড়ের মৃত একাব্বর আলীর পুত্র মোফাজ্জল হোসেন(৪০),উত্তর ভরতেরছড়া গ্রামের ওয়াজেদ মন্ডলের পুত্র শাহীন মন্ডল(৩৮),কচাকাটা থানার মংলারকুটি গ্রামের মৃত আহম্মেদ আলীর পুত্র কোরবান আলী (৫০),কচাকাটা থানার কেদার হাজিপাড়া গ্রামের মৃত জহর উল্লাহর পুত্র আব্দুস সামাদ (৫৫),চরসতিপুরী গ্রামের আলাউদ্দিনের পুত্র আনোয়ার হোসেন (৩৩),টেপারকুটি শকুনটারী গ্রামের মৃত আমির আলীর পুত্র লুৎফর রহমান (৫০),গোলেরহাট গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র জহুরুল ইসলাম(৪৫)।
ভূরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান,আটকৃতদের জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া তিনি আরও জানান ভুরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক মাদক,জুয়ার বিরুদ্ধে অভিযান এবং গ্রেফতারি পরোয়ানা তামিলে বিশেষ অভিযান নিয়মিত চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।