ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক্টর চাপায় কফিল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মৃত পনির উদ্দিনের ছেলে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, শুক্রবার বিকেল পাঁচ টায় বাড়ি থেকে সাইকেল যোগে বাজারে যাওয়ার সময় ভূরুঙ্গামারী-সোনাহাট স্থল বন্দর সড়কের পাইকেরছড়া গ্রামীন ব্যাংক এর সামনে আসলে পিছন দিক থেকে একটি অটো রিক্সা ধাক্কা দিলে কফিল উদ্দিন রাস্তায় পড়ে যায়। অপর দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনা স্থলেই তিনি মারা যান। পরে উত্তেজিত জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনর্চাজ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাক্টরসহ দূর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।