স্টাফ রিপোর্টারঃ
ভূরুঙ্গামারী হাট সংলগ্ন দুটি বাড়িতে অভিযান চালিয়ে বিজিবি কর্তৃক ৮টি ভারতীয় গরু আটক করেছে। রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে কুড়িগ্রাম বিজিবির সেকেন্ড-ইন-কমান্ড মেজর আব্দুল হামিদের নেতৃত্বে দিয়াডাঙ্গা বিজিবি এ অভিযান পরিচালনা করেন। এসময় তারা ভূরুঙ্গামারী হাট সংলগ্ন (উত্তর পাশে) মফিজের বাড়ি থেকে মান্নান ও আনোয়ার হোসেনের ৪টি এবং পার্শ্ববতী আনারুল কসাইয়ের ঘর থেকে ৪টি হরিয়ানা জাতের ভারতীয় গরু আটক করে। আটকের কিছুক্ষণ পর ভূরুঙ্গামারী থানা পুলিশ বিজিবির সাথে যোগ দেয়। গরু গুলোর আনুমানিক মুল্য প্রায় ৬ লাখ টাকা। আনারুল কসাই জানিয়েছে, সে গরু গুলো ভূরুঙ্গামারী হাট থেকে ক্রয় করেছে হাটের চালানও তার কাছে রয়েছে। কিন্তু বিজিবি তার এসব কিছু মানতে রাজি নয়। এঘটনায় ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ানের সেকেন্ড-ইন- কমান্ড মেজর আব্দুল হামিদ জানান, গরু গুলো ভারতীয়। ভারতীয় গরুর ব্যবসা অবৈধ। কাজেই আমরা এগুলো আটক করেছি । চোরাকারবারী বন্ধে এ রকম অভিযান অব্যাহত থাকবে।