13-02-17

রমজানুর রহমান বাবুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বঙ্গ সোনাহাটের দুধকুমার নদের ভাঙ্গন ঠেকাতে স্বেচ্ছা শ্রমে বাঁধ নির্মাণ করছে এলাকাবাসী ।
দুধকুমার নদের ভাঙ্গনে সোনাহাট ইউনিয়নের গনাইর কুটি, পশ্চিম মাহিগঞ্জ, হেলোডাঙ্গা ও কানিপাড়া গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পূর্ব মাহিগঞ্জ, আসামপাড়া, দক্ষিন ভরতের ছড়া সহ বেশ কয়েকটি গ্রাম ভাঙ্গনের ঝুকিতে রয়েছে। ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে আসছে বর্ষা মৌসুমে ঝুকিতে থাকা গ্রামগুলো নদী গর্ভে বিলীনের আশঙ্কা রয়েছে। ভাঙ্গন রোধে সরকারের নিকট বারবার আবেদন করা হলেও আশানুরূপ সরকারি উদ্যোগ পরিলক্ষিত হয় নাই। নিজেদের শেষ সম্বল ভিটে-মাটি রক্ষায় স্থানীয় এলাকাবাসীদের কাছ থেকে সংগৃহীত কয়েক হাজার প্লাস্টিক বস্তায় বালু ভর্তি করে তা দিয়ে বাঁধ নির্মাণ শুরু করেছেন স্বেচ্ছাসেবীরা। সেচ্ছাসেবী রাকিবুল আলম রিকু জানান, বাঁধ নির্মান করে ভাঙ্গন রোধ করা সম্ভব। বাঁধ নির্মাণে অন্তত ১ লাখ ব্যাগ দরকার।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ভাঙ্গন কবলিত গ্রামেই গত বর্ষা মৌসুমে ভাঙ্গন রোধে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দকৃত হাজার হাজার বালু ভর্তি জিও ব্যাগ, খালি জিও ব্যাগ এবং জিও টেক্সটাইল দিনের পর দিন স্তুপাকারে পড়ে থেকে নষ্ট হচ্ছে। ভাঙ্গন রোধে সেগুলো ব্যবহার করা যাচ্ছে না। ঠিকাদারী প্রতিষ্ঠান ও ঠিকাদার নামমাত্র কাজ করে লাপাত্তা। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের সাব এ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়র মহিবুল ইসলাম জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অব্যবহৃত জিও ব্যাগ ও জিও টেক্সটাইল সহ নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের জোর দাবী ভাঙ্গন কবলিত এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন