ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে পাট চাষাবাদে আগ্রহ বাড়াতে পঞ্চাশ জন করে দুই দিন একশত পাট চাষীর প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার উপজেলা হল রুমে পাট অধিদপ্তরের উদ্যোগে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক দুইদিন এ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শমার্, কুড়িগ্রাম জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়ার সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আপেল মাহমুদ, উপজেলা পাট চাষী সমিতির সভাপতি হাবিবুর রহমান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রতন মিয়া প্রমুখ।