ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে কুড়িগ্রাম জেলা পুলিশের আর্থিক সহায়তায় চরাঞ্চলের প্রায় শতাধকি হত দরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৩১ জানুয়ারী বুধবার দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দেবীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। শতাধিক হত দরিদ্র অসহায় মানুষ কম্বল পেয়ে তারা পুলিশকে ধন্যবাদ দিয়ে বলনে, ‘প্রতিবার আমাদরে এখানে অনেক শীত পড়ে। ঠান্ডায় কাহিল থাকে চরের মানুষ । কিন্তু কেউ খোঁজ-খবর নেয় না। থানার পুলিশ এসে আমাদেরকে কম্বল দিলো। খুব খুশি হইছি। আল্লাহ্ পুলিশদের ভালো করুক। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অবস্) সাজ্জাদ হোসেন, ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন, ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, শিলখুড়ি ইউপি সদস্য সামছুল হক প্রমুখ।