ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া গ্রামে দুটি প্রতিমা ভাঙার ঘটনা ঘটেছে।
গত বুধবার দিবাগত মধ্যরাতে কে বা কারা ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া এলাকার মাঝিপাড়া গ্রামের রাধিকা রানীর বাড়ির পূজার ঘরের দুটি প্রতিমা ভেঙে রেখে পালিয়ে যায়। রাধিকা রানী তার এক ছেলেসহ ওই বাড়িতে থাকেন।
রাধিকা রানী বলেন, বুধবার দিবাগত মধ্যরাতে বাড়ির বেড়া ভাঙার শব্দে ঘুম ভেঙে যায়। ভয়ে চিৎকার করে প্রতিবেশীদের ডাকি। তারা এলে দেখা যায় বাড়ি ঘিরে রাখার টিন ও কাঠের বেড়া ভাঙা। পূজার ঘরের একটি প্রতিমার পা ভাঙা। অপর একটি প্রতিমা পূজার ঘর থেকে বের করে ভাঙা বেড়ার পাশে ফেলে রাখা হয়েছে। এতে প্রতিমাটি ভেঙে গেছে। প্রতিমা ভাঙার বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র প্রসাদ বলেন, প্রতিমা ভাঙা নিন্দনীয় কাজ। যে বা যারা প্রতিমা ভেঙেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। যাতে আর কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, প্রতিমা ভাঙার সাথে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।