ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি মতবিনিময় করেছেন। রবিবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক। নবাগত ওসি রুহুল আমিন উপস্থিত প্রেসক্লাবের সদস্যদের সাথে পরিচিত হন। পরে তিনি তার বক্তব্যে
উপজেলার আইন শৃ্ঙ্খলা রক্ষা,মাদক ও ইভটিজিং নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। এসময় বিভিন্ন সমস্যা ও পরামর্শ প্রদান করে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সম্পাদক এমদাদুল হক মন্টু,সাংবাদিক মঞ্জুরুল ইসলাম, শামসুজ্জোহা সুজন, রফিকুল হাসান রঞ্জু, মনিরুজ্জামান, আসাদুজ্জামান খোকন, মাইদুল ইসলাম প্রমুখ। সভায় মাদক ও ইভটিজিং এর ব্যাপারে কার্যকর ভূমিকা রাখার দাবি জানানো হয়। সভাপতির বক্তব্যে সিনিয়র সাংবাদিক আনোয়ারুল হক বলেন আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বরাবরের ন্যায় প্রেসক্লাবের সকল সদস্য পুলিশ কে সহযোগিতার আশ্বাস দেন। এর আগে নবাগত ওসি মহোদয়কে ফুলেল শুভেচছা জানানো হয়।