15-05-17

আসাদুজ্জামান খোকন :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বউ আনতে গিয়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে এলাকাবাসী ওই যুবকের মৃত দেহ পাগলারহাট পালপাড়া ছড়ার পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত যুবকের নাম সোহানুর রহমান সোহান। সে উপজেলার তিলাই ইউনিয়নের কুঠিবাড়ি গ্রামের জাহিদুল ইসলাম বাদলের ছেলে।
জানা গেছে, গত ১৩ মে/২০১৭ শনিবার রাতে উপজেলার দক্ষিণ ছাট গোপালপুর বয়জুল্লার চরে সোহান তার প্রতিবেশী জয়নাল এবং জয়নালের বড় ভাই স্বপন ও তার বন্ধু আরেক স্বপন সহ স্বপনের বউ ফাহিমা আক্তারকে আনতে । এক পর্যায়ে বউয়ের বাড়ির লোকজনের সাথে তাদের বাকবিতন্ডা শুরু হলে তারা বউয়ের বাড়ির আত্মীয় স্বজনকে বেধড়ক মারপীট শুরু করলে তারা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে এলাকাবাসী লাঠি নিয়ে তাদের ধরার জন্য এগিয়ে আসায় তারা দৌড়ে পালানোর চেষ্ঠা করে। এলাকাবাসী জয়নালকে আটক করলেও সোহান,স্বপন ও তার বন্ধু স্বপন দৌড়ে পালাতে গিয়ে পাগলারহাট পালপাড়াছড়ায় ঝাপিয়ে পড়ে। এলাকাবাসী বিলের পাড়ে এসে স্বপনের বন্ধু স্বপনকেও আটক করে। এদিকে রাতে সোহান বাড়ি না ফেরায় সোহানের বাবা-মা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় অভিযোগ করতে যায়। এ ঘটনার পর রবিবার দুপুরে সোহান পানিতে ডুবে যেতে পারে সন্দেহে পালপাড়া ছড়ায় জাল ফেলে ও ডুবুরী নামিয়ে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার সকালে স্থানীয় বাসিন্দা এনামূল ও তার ভাতিজা ছাইদুল মাছ ধরতে পালপাড়া ছড়া গেলে একটি মৃত দেহ দেখতে পায়। ছড়ায় মৃত দেহ ভাসার খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ তা দেখতে ভীড় জমায়। খবর পেয়ে সোহানের আত্মীয়-স্বজন এসে সোহানের লাশ সনাক্ত করে। সোহানের পিতা ভুরুঙ্গামারী থানায় মামলা দায়ের করেছে। মামলা নং ৫/১৭ তারিখ১৪/৫/২০১৭ ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন