ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভূরুঙ্গামারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শনিবার(৩১ আগস্ট)দুপুরে উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদ্য সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি সভাপতি মুক্তিযোদ্ধা বিষয়ক সংসদীয় কমিটি, কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদ্য-সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান (অবঃ),সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ওছমান আলী, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী এএসপি (সার্কেল) শওকত আলী, ওসি ইমতিয়াজ কবির প্রমুখ। প্রধান অতিথি বলেন, মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নে ১৫ দফা সুপারিশ প্রনয়ন করা হয়েছে যা শীর্ঘই প্রধানমন্ত্রী মহোদয়ের নিকট পেশ করা হবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কমান্ডের সদ্য-সাবেক কমান্ডার মহিউদ্দিন আহমেদ। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৫ শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেয়। পরে বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।