ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
ভূরুঙ্গামারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম  শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম,সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শওকত আলী,সহকারী কমিশনার(ভূমি) জাহাঙ্গীর আলম, ওসি আতিয়ার রহমান মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ , ওসি (তদন্ত) জাহিদুল উসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে মুক্তিযোদ্ধা সংসদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৃথকভাবে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে রচনা প্রতিযোগিতায় দু’গ্রুপে ৬ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *