ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভূরুঙ্গামারীতে ১৩৫ জন বন্যাদূর্গত ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। এসময় ওসি রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী হারুন অর রশীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর আলম, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রভাষক সরকার রকীব আহমেদ, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক ও সাবেক ছাত্র নেতা রাকিনুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বন্যার্ত ও হোটেল শ্রমিকদের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়।