রবিউল আলম লিটন,ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) থেকেঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বন বিভাগের আওতায় উপজেলার বিভিন্ন রাস্তায় ফলজসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি হতে জিন্নতীয়া প্রাথমিক বিদ্যালয়ের রাস্তায় বৃক্ষ রোপন করেন উপজেলা নির্বাহী অফিসার এএইচএম মাগফুরুল হাসান আব্বাসী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা মোঃ সেকেন্দার বাদশাহ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফরিদা পারভীন,পাথরডুবি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত জনাসাধারণকে বেশী করে বৃক্ষ রোপন করে প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্ত থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।