রবিউল আলম লিটন,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলালিংক এর আর্থিক সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের সহাযোগীতায় সোমবার দুপুরে উপজেলা হলরুমে নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্থ ১শ’৯৯ পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় পরিবার প্রতি ১৫ কেজি চাউল, ১ লিটার তৈল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ কেজি ডাল , এবং সুজি ১ কেজি বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগ্ফুরুল হাসান আব্বাসী. রিয়াজ মোহাম্মদ এলিন রিজিওনাল হেড রংপুর বাংলালিংক, আবু মোঃ মামুদুল আযম ট্রেড মার্কেটিং ম্যানেজার রংপুর, অলক সরকার ইসি সদস্য কুড়িগ্রাম শহিদুল আলম ব্যাপারী সদস্য রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম প্রমূখ। বন্যা কবলিতদের সহায়তা করার জন্য আমিনুল ইসলাম বাংলালিংকে ধন্যবাদ জানিয়ে বলেন ভবিষ্যতে এরকম সহযোগিতা হাত অব্যাহত থাকবে আশা করি।