ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
ভূরুঙ্গামারীতে বিজয়ের মাস উদযাপন উপলক্ষে ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার সহযোগিতায় অনুর্ধ ১৫ ‘বিজয় দিবস টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট’ এর আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোক বর্তিকা।

গত রবিবার ভূরুঙ্গামারী সিনিয়ার ফাজিল মাদ্রাসা মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা’র প্রধান উপদেষ্টা মেজবানুর রহমান লিমন। বিশেষ অতিথি ছিলেন ভূরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ মুহা. আতিয়ার রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ, ভূরুঙ্গামারী শাখার সাংস্কৃতিক সম্পাদক মাঈদুল ইসলাম মুকুল, সাংবাদিক আজিজুল হক, ক্রীড়া প্রশিক্ষক শ্রী পরিমল চন্দ্র সাহা, ভূরুঙ্গামারী সরকারি পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক ফিরোজ হায়দার, ক্রীড়া শিক্ষক গণেশ চন্দ্র সাহা প্রমূখ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আলোক বর্তিকা’র সভাপতি শামীম সারোয়ার।
উদ্বোধনী ম্যাচে আলোক বর্তিকা স্পোর্টিং ক্লাব ও গোপালপুর জুনিয়র ফাইটার্স অংশ নেয়।

আলোক বর্তিকা’র সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মুরাদ এর সঞ্চালনায় অতিথিবৃন্দ ক্রমবর্ধমান মানবিক বিপর্যয়ের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তরুনদের খেলাধুলায় উৎসাহ দিতে এসময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে টুর্নামেন্টে অংশ নেয়া ১৫ টি দলের মাঝে ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প ও বল সরবরাহ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন