ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
ভূরুঙ্গামারীতে বিদ্যুৎ বঞ্চিতদের মাঝে ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য কর্তৃক সোলার বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলা জাতীয় পার্টির অফিসে উপজেলার ভুরুঙ্গামারীতে বিদ্যুৎ বঞ্চিত ২৬ টি পরিবারের মধ্যে ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য এ,কে,এম মোস্তাফিজুর রহমান মোস্তাক এমপি কর্তৃক বরাদ্দকৃত সোলারেন ফাউন্ডেশনের আওতায় ২৬ টি ৪০ ওয়াটের সোলার বিতরণ করা হয়েছে। সোলার বিতরন করেন সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি ও উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারী ওয়াহেদুজ্জামান সরকার। সোলার বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ,সোলার বিতরণকারী প্রতিষ্ঠান ইডকল ভুরুঙ্গামারী শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল লতিফ,ফিল্ড অফিসার মহসীন আলী,উত্তর ধরলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জাপা নেতা রবিউল আলম গামা,তিলাই ইউপির সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম জাহেদী ও প্রভাষক বদরুদ্দোজা রতন প্রমুখ।