ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী বাজারে কাপড়েরের দোকান ,মুদির দোকান,ও মাছ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার ও সংরক্ষন আইন-২০০৯ এর ৩৭ ধারায় মোট ১১ হাজার ২শত টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় ভূরুঙ্গামারী থানার ওসি মুহাঃ আতিয়ার রহমান সহ তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারী নির্দেশনা অমান্য করে বিকেল চারঘটিকার পর দোকান খোলা রাখার দায়ে ভোক্তা অধিকার ও সংরক্ষন আইন-২০০৯ এর ৩৭ ধারা লংঘনের দায়ে এ জরিমানা করা হয়।