ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) এক কিশোরীকে ধর্ষণ। ধর্ষণের অভিযোগে লাকু মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
জানাগেছে, প্রায় দুই মাস আগে পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের জনৈক ছোবহান আলীর বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ে মাঠ থেকে ছাগল আনতে গেলে একই গ্রামের পনির উদ্দিনের পুত্র লাকু মিয়া তাকে কৌশলে পার্শ্ববতি বেগুন ক্ষেতে নিয়ে জোর পুর্বক ধর্ষণ করে। এরপরে বিয়ের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত লাকু মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক বজায় রাখে। গত সোমবার(২মার্চ) মেয়েটি অসুস্থবোধ (গর্ভবতি হওয়ায় কারনে) করায় তাকে ভূরুঙ্গামারী স্বাস্থ কমপ্লেক্রে আনলে তার গর্ভধারণ ও ধষর্ণের ঘটনা ফঁাস হয়ে পড়ে। এব্যাপারে বুধবার(৪মার্চ) ভূরুঙ্গামারী থানায় ধর্ষণের মামলা করলে থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক লাকুকে গ্রেফতার করে। এব্যাপারে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান ধর্ষণের অভিযোগ পাবার পরই আমরা অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করেছি।