ভূরুঙ্গামারী সংবাদদাতাঃ
‘পরিবার পরিকল্পনা: জনগনের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’ এ প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গতকাল মঙ্গলবার বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৭ পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্র হলরুমে আলোচনা সভা ও সনদপত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন। মা ও শিশু পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাঃ জি এম আরিফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম আহসানুল হক, মেডিকেল অফিসার ডাঃ এ এস এম সায়েম প্রমুখ।