রমজানুর রহমান বাবুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৬ দিন যাবত অবস্থান করছে এক প্রেমিকা। জানা গেছে, উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের দিন মজুর পাশান আলীর মেয়ে আমিনা খাতুন এর সাথে একই গ্রামের চাঁন মিয়ার ছেলে রুবেল মিয়ার প্রেমের সম্পর্ক শুরু হয় তিন বছর আগে। আমিনা জানায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের আশ্বাসে রুবেল তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। গত শুক্রবার পরিবারিক ভাবে অন্যত্র রুবেলের বিয়ে ঠিক হয়েছে জানতে পেরে আমিনা রুবেলের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নিয়ে অনশন শুরু করে। রুবেলের বাড়িতে অবস্থান নিলে রুবেল বাড়ি থেকে পালিয়ে যায়। এরই মধ্যে ৬ দিন অতিবাহিত হলেও বিষয়টি সুষ্ঠু সমাধান দিতে পারেনি স্থানীয় প্রশাসন। উল্টো মেয়েটির পরিবারের বিরুদ্ধে হয়রানির অভিযোগে থানায় জিডি করেছে রুবেলের পরিবার। প্রভাবশালীরা কলকাঠি নাড়ার ফলে অসহায় হয়ে পড়েছে দরিদ্র মেয়েটির পরিবারটি। রবিবার দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল হক শাহীন শিকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা শিকার করে বিষয়টির সুষ্ঠ সমাধানের আশ্বাস প্রদান করেন।