ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভুরুঙ্গামারীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১১ দিন যাবত অবস্থান করছে এক প্রেমিকা। উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের দিন মজুর আব্দুল মান্নানের ডিগ্রী পড়ুয়য় মেয়ে হিরা মণি (১৮) এর সাথে নলেয়া গ্রামের আবুল কালাম মিস্ত্রির ছেলে জাহাঙ্গীর (২০) প্রেমের সম্পর্ক শুরু হয় তিন বছর আগে। হিরা মণি জানায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের আশ্বাসে জাহাঙ্গীর তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এমনকি বউ পরিচয়ে বিভিন্ন জায়গায় দুজন রাত্রি যাপন করে। এক পর্যায়ে অন্যত্র জাহাঙ্গীরের বিয়ে ঠিক হয়েছে জানতে পেরে গত ২৭ জুলাই হিরামণি জাহাঙ্গীরের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে। জাহাঙ্গীর পালিয়ে গেলে তার বাড়ির লোকজন মেয়েটিকে মারপিট করে বের করে দিলে মেয়েটি অসুস্থ হলে তাকে ভুরুঙ্গামারী মেডিকেলে ভর্তি করা হয়। সুস্থ হয়ে ফের অনষন, ১১ দিন অতিবাহিত হলেও দফায় দফায় বৈঠক করেও বিষয়টি সুষ্ঠু সমাধান দিতে পারেনি স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন। কতিপয় দলীয় নেতা কলকাঠি নাড়ার ফলে অসহায় হয়ে পড়েছে দরিদ্র মেয়েটির পরিবার। এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য দেলদার হোসেন বলেন, ছেলের জবান বন্ধিতে সে দোষী, বিয়েতে রাজি হলেও কাবিননামায় ছেলে পক্ষ এক লক্ষ, মেয়ে পক্ষ দশ লক্ষ টাকা উঠানোর দাবিতে উত্তেজনায় ঘটনাটি নিষ্পত্তি করা সম্ভব হয়নি । এ রির্পোট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।