ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর মহিলা কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১২/০৫/২০ তারিখে ঐ ছাত্রী কলেজ অধ্যক্ষের কাছে বিচার না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করেছে। অভিযোগ সুত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী মহিলা কলেজের খন্ডকালীন শিক্ষক হাবিবুল্লাহ খোকন প্রথম বর্ষের এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর নাম করে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপন করে। কিন্তু তাকে বিয়ের জন্য ঐ মেয়েটি চাপ দিলে শিক্ষক হাবিবুল্লাহ বিষয়টি এড়িয়ে যান। মেয়েটি উপায় না দেখে কলেজ অধ্যক্ষকে বিষয়টি জানালে তিনি এই মুহুর্তে বিচার করা সম্ভব নয় বলে মেয়েটিকে জানিয়ে দেয়। পরে কোথাও বিচার না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেন। এ ব্যাপারে অধ্যক্ষ খালেদুজ্জামান বলেন, একটি অভিযোগ পেয়েছি এবং আমি অভিযুক্ত শিক্ষককে কারন-দর্শনর নোটিশ দিয়েছি, আগামী ০৩/০৬/২০ তারিখে গর্ভানিং বোর্ডের মিটিং এ চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানাকে বলা হয়েছে।