ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বি এন পি’র বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে ভূরুঙ্গামারী উপজেলা যুবলীগ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে বি এন পি’র রাজনৈতিক চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ কর্মীরা ।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে একটি র‌্যালী বের করে উপজেলা যুবলীগ। ভূরুঙ্গামারী উপজেলা যুবলীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক আলহাজ্ব মঈন উদ্দিন খোকন এর নেতৃত্বে র‌্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগ কর্মীরা র‌্যালীতে অংশ গ্রহণ করে। সবশেষে ভূরুঙ্গামারীর প্রাণকেন্দ্র জামতলা মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মঈন উদ্দিন খোকন , ফিরোজ উদ্দিন শেখ, খায়রুল বাশার খোকন, রিপন, ডাবলু, নিরঞ্জন ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাহ্মুদুল হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *