ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সোলাইমান আলী মন্ডল এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সমপন্ন হয়েছে ।  আজ রবিবার  বেলা ১১টায় ভূরুঙ্গামারী সরকারি কলেজ মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস দল জাতির এই সূর্য সন্তানকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নূরুন নবী চৌধুরী খোকন, সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম, ওসি মুহা. আতিয়ার রহমান ,মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীর মুক্তি যোদ্ধাগণ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাঁর নামাজে জানাযায় অংশ নেন। জানাযা শেষে  ভূরুঙ্গামারী কেন্দ্রীয় গোরস্থানে তাঁকে দাফন করা হয়।  তিনি কর্ম জীবনে সরকারের অডিট বিভাগে কর্মরত ছিলেন। গত মাসের ১৫ তারিখে তিনি ষ্ট্রোক করেন। দীর্ঘ চিকিৎসা শেষে গত শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন