ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ভূরুঙ্গামারী উপজেলা শাখার তিন বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে কুড়িগ্রাম জেলা শাখা এই কমিটি ঘোষণা করে। বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি শাকিল আহমেদ ও সাধারণ সম্পাদক নূরনবী সরকার স্বাক্ষরিত পত্রে পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়টি জানা গেছে।
বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ভূরুঙ্গামারী উপজেলা শাখার ৭৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শফিকুল আলম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একেএম শওকত হোসেন লিমন।