এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২৫ নভেম্বর-১০ ডিসেম্বর আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ওই একই স্থানে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন।
উপজেলা নির্বাহী অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে বক্তব্য রাখেনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা রওনাক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, সুপারভাইজার আবুল হোসেন প্রমুখ। এছাড়াও র্যালীতে সুখ, এডিএস, বকুলতলী মহিলা সংসদ এনজিও প্রতিনিধিরা অংশগ্রহন করেন।