ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
ভূরুঙ্গামারীতে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের আর্থিক সহযোগীতায় ব্র্যাক এডিপি,বিইপির উদ্যোগে উপজেলার পাথরডুবি ইউনিয়নের বিলুপ্ত ৫ টি ছিটমহলের বসবাসরত দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। গতকাল সোমবার দীঘলটারী ছিটমহল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরনের সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহঃ সভাপতি আলহাজ ইসলামুল হক,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিইপির ঢাকা থেকে আগত আঞ্চলিক ব্যবস্থাপক রোকসানা পারভীন, পাথরডুবি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল করিম সরকার,ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মাঈদুল ইসলাম মুকুল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান রোকন। পরে ৫টি ছিটমহলে বসবাসরত ২৫০টি পরিবারের মাঝে প্রতিটি পরিবারে ৩ টি করে কম্বল বিতরণ করা হয়।