ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটির ধাক্কায় বৃদ্ধসহ ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাইকেরছড়া ইউনিয়নের কোম্পানি মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহতরা হলেন পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মৃত নাদু তেলির ছেলে আলহাজ আইজুদ্দিন (৮০) ও অপরজন হলো ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া গ্রামের জহুরুল ইসলাম এর ছেলে রুবেল মিয়া (১৭)।
প্রত‍্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি ) বিকেল পৌনে চারটার দিকে আইজুদ্দিন নামের ওই বয়স্ক ব‍্যক্তি বাড়ি থেকে বেড়িয়ে পাকা রাস্তা পার হওয়ার সময় ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি তিন চাক্কার ভটভটির ধাক্কায় মারাত্মক ভাবে আহত হন। এ ঘটনায় ভটভটি চালকের সহকারির দুপা থেতলে যায়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে প্রেরণ করে। আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন‍্য জরুরী বিভাগর কর্তব‍্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করেন। পৃথক পৃথক এ‍্যাম্বুলেন্সে রংপুর যাওয়ার পথে রাতে তাদের মৃত্যু হয়।তবে একটি সুত্র জানায় এসব অবৈধ ভটভটি হতে একটি দালাল চক্র নিয়মিত মাসিক প্রতিটি ভটভটি হতে ৫০০ হতে ৭০০ টাকা প্রশাসনের নামে আদায় করায় দেদারসে এসব অবৈধ ভটভটি চলাচল করলেও আইন প্রয়োগকারী সংস্থার কোন ব্যবস্থা না নেয়ায় এসব অবৈধ ভটভটি দিয়ে দুর্ঘটনা বাড়ছেই। অনতি বিলম্বে এসব অবৈধ ভটভটি বন্ধ না করলে দুর্ঘটনা বাড়বেই বলে অভিজ্ঞ মহল মনে করেন।ভুরুঙ্গামারী থানার ওসি(তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,ভটভটি জব্দ করা হয়েছে।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *