ভূরুঙ্গামারী,(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মইদাম খান আতিয়ুর রহমান মিশনের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায়  ভুষির ভিটা জামে মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির   শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামায শেষে ভুষির ভিটা জামে মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির   শুভ উদ্বোধন করেন ভুষির ভিটা জামে মসজিদের সভাপতি মোঃ শামসুল হক। অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিক আসাদুজ্জামান খোকন,মাঈদুল ইসলাম মুকুল,হামিদা খানম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আনিছুর রহমান উপস্থিত মুসল্লীদের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কীত বিভিন্ন গুরুত্ব তুলে ধরেন। মইদাম খান আতিয়ুর রহমান মিশনের পক্ষে উপস্থিত ছিলেন আব্দুল্লা আল মুসা ও পাথরডুবী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হাসেম। এসময় মসজিদের  মুসল্লীদের  মাঝে প্রায় দেড় শতাধিক বনজ ও ফলজ  চারা বিতরণ করা হয়।
 এসময় ভুষির ভিটা জামে মসজিদের ইমাম মওলানা মোঃ শামসুল হক সমগ্র দেশ-বাসির জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেন।
জানা গেছে,খান মিশনটির উদ্দেশ্য স্রষ্টার এবাদত ও সৃষ্টির সেবা দানে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একর্মসূচি অব্যাহত থাকবে।  মিশনের  নিজস্ব অর্থায়নে বিভিন্ন সমাজসেবা ও জনকল্যাণমুখী  কর্মসূচি পালন করে  আসছে।
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন