ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর উত্তর তিলাই রুহুল ইসলাম দাখিল মাদ্রাসার কক্ষে প্রকাশ্েয গাঁজা সেবনের অভিযোগে ২ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুই কর্মচারী হলেন মোঃ ইব্রাহিম (নৈশ প্রহরি) ও মোঃ আজিজুল হক ( পরিচ্ছন্ন কর্মী)।
মাদ্রাসার সুপার শামছুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অপর দিকে গাঁজা সেবনের অভিযোগ অস্বীকার করেছেন ওই দুই কর্মচারী।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, গত ২৬ জুন মাদ্রাসার শ্রেনি কক্ষে অভিযুক্ত ওই দুই কর্মচারীকে গাঁজা সেবন করতে দেখে এলাকাবাসী। পরে বিষয়টি মাদ্রাসার সুপার ও পরিচালনা কমিটিকে জানালে তারা ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে ওই দুই কর্মচারীকে ২৭.০৬.২৪ তারিখে সাময়িক বরখাস্ত করেন।
এ বিষয়ে অভিযুক্ত দুই কর্মচারী ইব্রাহিম ও আজিজুল গাঁজা সেবনের অভিযোগ অস্বীকার করে জানান, আমাদেরকে সম্পূর্ণ অন্যায় ভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেদিন শ্রেণি কক্ষে কোন প্রকার গাঁজা সেবনের ঘটনা ঘটেনি। এমনকি সাময়িক বরখাস্তের আগে নিয়ম অনুযায়ী আমাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা থাকলেও সেটা না করে সরাসরি সাময়িক বরখাস্ত করেছেন যা সম্পূর্ণ বিধি বহির্ভূত।
অত্র মাদ্রাসার শিক্ষক প্রতিনিধির ও পরিচালনা পরিষদের সদস্য আব্দুল খালেক জানান, একটি গোয়েন্দা সংস্থার একজন সদস্যের অভিযোগের ভিত্তিতে আমরা বসে ওই দুই কর্মচারীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছি।
মাদ্রাসা প্রধান (সুপার) শামছুল আলম জানান, এলাকাবাসীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর ওই দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং ১ মাসের মধ্যে এর উপযুক্ত জবাব দিতে বলা হয়েছে।
জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান জানান, এবিষয়ে কোন অফিসিয়ালি চিঠি হাতে পাইনি। খোঁজ খবর নিচ্ছি।